Wellcome to National Portal
বেতন ও চাকরি কমিশন ২০১৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জুন ২০১৪

কার্যক্রম

  • মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত এঁর সাথে গত ৮/০৪/২০১৪ তারিখ  কমিশনের সভা হয়েছে। সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমত আরা সাদেক উপস্থিত ছিলেন। বেতন ও চাকরি কমিশনের কার্যক্রম সম্পর্কে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় দিক নির্দেশনা প্রদান করেন।
  • কমিশনের ০৫টি (পাঁচটি) সভা হয়েছে। বিশিষ্ট ব্যক্তি, শিক্ষাবিদ, বিভিন্ন পেশা ও সার্ভিস সংগঠনের প্রতিনিধিবৃন্দের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে।
  • তথ্য উপাত্ত সংগ্রহের জন্য বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, জেলা ও উপজেলায় প্রশ্নমালা পাঠানো হয়েছে।
  • চাকরিজীবীদের ও সর্বসাধারণের জন্য তৈরি করা প্রশ্নমালা ০২টি জাতীয় পত্রিকায় প্রকাশ করা হয়েছে।
  • বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় প্রশ্নমালা সম্পর্কে প্রচার চলছে।
  • পূরণকৃত প্রশ্নমালা প্রক্রিয়াকরণের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে সম্পৃক্ত করা হয়েছে।
  • অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, পরিকল্পনা কমিশন ও কনট্রোলার জেনারেল অব একাউন্টস হতে প্রয়োজনীয় আর্থসামাজিক তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
  • বেতন ভাতা সম্পর্কে অর্থ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে কমিশনের মত বিনিময় সভা হয়েছে।
  • প্রতিবেশী রাষ্ট্রসমূহ যেমন ভারত, সিঙ্গাপুর হতে বেতন কমিশনের রিপোর্ট সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। শ্রীলংকা থেকে বেতন কাঠামো সংগ্রহ করা হয়েছে। একটি উন্নত দেশ অষ্ট্রলিয়া থেকে বেতন, ভাতা ও চাকুরী সম্পর্কে তথ্য উপাত্ত জোগাড় করা হয়েছে।
  • পূরণকৃত প্রশ্নমালাসহ ব্যক্তি ও সংগঠনের কাছ থেকে পাওয়া বেতন ও চাকরি সম্পর্কিত আবেদন পত্র পর্যালোচনা করা হচ্ছে।
  • উপজেলা পর্যায়ে মত বিনিময় সভা করা হয়েছে। এ কার্যক্রম জেলা ও উপজেলা পর্যায়ে অব্যাহত থাকবে।
  • একটি বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রণয়নের প্রয়োজনে কতিপয় সমীক্ষা সম্পাদনের পরিকল্পনা রয়েছে।
  • পূর্বতন কমিশন সমূহের সভাপতি, সদস্য, প্রাক্তনমন্ত্রী,  উপদেষ্টা, প্রাক্তন মন্ত্রিপরিষদ সচিববৃন্দ কম্পট্রোলার এবং অডিটর জেনারেল, প্রবীণ অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী, এনজিও ব্যক্তিত্বকে মতামত প্রদান ও সাক্ষাতকারের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
  • বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সাথে মত বিনিময় করা হচ্ছে।
  • সরকারী চাকরিজীবীগণের উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়টি নজরে রাখা হয়েছে।
  • দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও আর্থ-সামাজিক অগ্রগতিতে সরকারী চাকরিজীবীগণের অবদান ও ইহার স্বীকৃতি প্রদানের চিন্তা রয়েছে।