জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত প্রজাতন্ত্রের সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর জন্য অর্থ বিভাগের ২৪/১১/২০১৩ খ্রিঃ তারিখের ০৭.০০.০০০০.১৬১.০০.০০৪.১৩.২৭২ নং প্রজ্ঞাপনের মাধ্যমে বেতন ও চাকরি কমিশন-২০১৩ গঠন করা হয়।
একজন সভাপতি, তিনজন পূর্ণকালীন সদস্য, ১৩জন খন্ডকালীন সদস্য, একজন সদস্যসচিব নিয়ে কমিশন গঠিত। এছাড়া কমিশনে ৩৭ জন সহায়ক কর্মকর্তা-কর্মচারি কর্মরত রয়েছেন ।