বেতন ও চাকরি কমিশন-২০১৩ এর কার্যপরিধি অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন ও চাকরি সংক্রান্ত সময়োপযোগী সুপারিশ প্রণয়নের লক্ষ্যে একটি সময়ভিত্তিক কর্ম পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। উক্ত কর্ম পরিকল্পনা অনুসরন করে কমিশনের কার্যক্রম চলমান রয়েছে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ১৯৪২ সালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রতনপুর গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থশাস্ত্রে বিএ (অনার্স) ও এমএ ডিগ্রী লাভ করেন যথাক্রমে ১৯৬৩ ও ১৯৬৪ সালে। উভয় পরীক্ষাতেই তিনি ১ম স্থান লাভ করার গৌরব অর্জন করেন। যুক্তরাষ্ট্রের বোষ্ট্রন ইউনিভার্সিটি থেকে ১৯৭৯ সনে পিএইচডি ডিগ্রী লাভ করেন।