আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ১৯৪২ সালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রতনপুর গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থশাস্ত্রে বিএ (অনার্স) ও এমএ ডিগ্রী লাভ করেন যথাক্রমে ১৯৬৩ ও ১৯৬৪ সালে। উভয় পরীক্ষাতেই তিনি ১ম স্থান লাভ করার গৌরব অর্জন করেন। যুক্তরাষ্ট্রের বোষ্ট্রন ইউনিভার্সিটি থেকে ১৯৭৯ সনে পিএইচডি ডিগ্রী লাভ করেন।